You have reached your daily news limit

Please log in to continue


৫৩ হলে মুক্তি পেল ‘তালাশ’, ‘অমানুষ’ ৪১টিতে

শুক্রবার ঢাকার স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ সারাদেশের ৯৪টি সিনেমা হলে একইসঙ্গে মুক্তি পেল দুটি বাংলা সিনেমা ‘তালাশ’ এবং ‘অমানুষ’। এর মধ্যে ‘তালাশ’ দেখা যাবে ৫৩টি প্রেক্ষাগৃহে এবং ‘অমানুষ’ ৪১টিতে। ঈদ উৎসব ছাড়া বহু বছর পর একইদিনে দুটি সিনেমা মুক্তি পেল দেশে। সিনেমা দুটির নির্মাতাদের সূত্রে এই তথ্য জানা গেছে।

নেশাগ্রস্ত এক রকস্টারের প্রেমের গল্প নিয়ে ‘তালাশ’ সিনেমাটি বানিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা সৈকত নাসির। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন নবাগত আদর আজাদ এবং শবনম ইয়াসমিন বুবলী। এটি প্রযোজনা করেছে ক্লিওপেট্রা ফিল্মস। নির্মাতা সৈকত নাসিরের সঙ্গে যৌথভাবে এর কাহিনি লিখেছেন আসাদ জামান।

‘তালাশ’ নবাগত নায়ক আদর আজাদের অভিষেক সিনেমা। সেই হিসেবে ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠিত নায়িকা বুবলীর সঙ্গেও তার প্রথম সিনেমা। নতুন এ জুটি ছাড়াও এর বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। সিনেমাটি পরিবেশনা করছে দ্য অভি কথাচিত্র।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন