আর্থরাইটিসের ব্যথা থেকেই বিকল হতে পারে হৃদ্‌যন্ত্র! কোন কোন লক্ষণ দেখলেই সতর্ক হতে হবে

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১৭ জুন ২০২২, ০৮:৪৬

আর্থরাইটিস বা বাত অস্থিসন্ধির একটি গুরুতর সমস্যা। এই রোগে দেহের বিভিন্ন অস্থিসন্ধিতে তীব্র যন্ত্রণা হয়, দেখা যায় ফুলে ওঠা ও জড়তার মতো সমস্যাও। অনেকেই ভাবেন বয়স বাড়লে বুঝি এই সমস্যা দেখা দেয়। কিন্তু যে কোনও বয়সেই শরীরে হানা দিতে পারে এই রোগ। তবে আর্থরাইটিস মানেই কেবল শরীরে বিভিন্ন অঙ্গে যন্ত্রণা নয়। রিউমাটয়েড আর্থরাইটিসের জেরে হাড়ে ব্যথার পাশাপাশি আরও বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে।


রিউমাটয়েড আর্থরাইটিস রোগীর রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয়। শরীরে এই রোগ বাসা বাঁধলে প্রাথমিক পর্যায় হাড়ে প্রদাহ ও ব্যথা বাড়ে। হাত, কব্জি, পায়ে যন্ত্রণা হতে থাকে। তবে রোগের প্রকোপ বাড়লে চোখ, ত্বক, ফুসফুস, হৃদ্‌যন্ত্র, স্নায়ুতন্ত্র, কিডনি ও রক্তনালীতে সমস্যা দেখা যায়। এই অসুখ রাতারাতি কমিয়ে ফেলা যায় না। কিন্তু তাড়াতাড়ি ধরা পড়লে কিছুটা নিয়ন্ত্রণ করা যেতে পারে সমস্যা। এই রোগের উপসর্গগুলি জানেন?১) অতিরিক্ত ক্লান্তি মানেই ঘুম কম হচ্ছে এমনটা নয়। এই লক্ষণ বিভিন্ন অসুখেরও ইঙ্গিত দেয়। তার মধ্যে রয়েছে রিউমাটয়েড আর্থরাইটিসও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও