সন্দেহ হলে রেজাল্ট শিট মিলিয়ে দেখতে পারেন: রিটার্নিং কর্মকর্তা
কুমিল্লা সিটি নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ধরনের সন্দেহ কারও মনে দেখা দিলে তাঁদের রেজাল্ট শিট মিলিয়ে দেখার আহ্বান জানিয়েছেন এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী। তিনি বলেছেন, ‘১০১টি কেন্দ্রের ফলাফল ঘোষণার পর যখন দুই মেয়র প্রার্থীর নেতা–কর্মী ও সমর্থকদের মধ্যে গন্ডগোল শুরু হয়, তখন বাকি ৪টি কেন্দ্রের ফলাফল আমি ঘোষণা করেছি। গন্ডগোলের কারণে হয়তো আপনারা তখন শুনতে পাননি।’
ওই ৪ কেন্দ্রের নাম উল্লেখ করে রিটার্নিং কর্মকর্তা বলেন, সেগুলো হলো ৪২, ৭৮, ৭৯, ৯৭। এসব কেন্দ্রের ফলাফলের কাগজ দেখিয়ে তিনি এগুলোতে ঘষামাজা হয়েছে কি না, তা উপস্থিত গণমাধ্যমকর্মীদের দেখার অনুরোধ জানান। তিনি বলেন, ‘কেন্দ্র থেকে প্রত্যেক প্রার্থীর এজেন্টদের রেজাল্ট শিট দিয়ে আসা হয়েছে। কারও সন্দেহ হলে তাঁরা চাইলে কেন্দ্রের রেজাল্ট শিটের সঙ্গে আমাদের ঘোষণা দেওয়া রেজাল্ট শিট মিলিয়ে দেখতে পারেন।’