পুরোনো মানেই ফেলনা নয় তোয়ালে

www.ajkerpatrika.com প্রকাশিত: ১৬ জুন ২০২২, ২০:০৩

বাড়িতে বিভিন্ন ধরনের ও বিভিন্ন আকারের তোয়ালে থাকে। এসব তোয়ালে পুরোনো হয়ে গেলেও বিভিন্ন কাজে ব্যবহার করা যায়।



পাপোশ হিসেবে
স্নানঘরের পাপোশ হিসেবে অনায়াসে বড় আকারের তোয়ালে ব্যবহার করতে পারেন। বাথটাব বা বেসিনের সামনে বিছিয়ে দিন পুরোনো তোয়ালে।



বডি স্ক্র‍্যাবার
পুরোনো তোয়ালে চার কোনা আকারে ছোট করে কেটে নিন। স্নানের সময় বডি স্ক্র‍্যাবার হিসেবে এগুলো ব্যবহার করা যেতে পারে।



শিশুর বিব
শিশুকে খাওয়ানোর সময় কাপড়ে যাতে খাবার না পড়ে, সে জন্য গলায় বিব বেঁধে দেওয়া হয়। পাতলা তোয়ালে দিয়ে বানিয়ে নিতে পারেন বিব।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও