শিশুদের কল্যাণে নতুন নিরাপত্তা ফিচার আনল মেটা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৯:১০
শিশুদের কল্যাণে এবার ভার্চুয়াল জগৎ মেটাভার্সে বিশেষ নিরাপত্তা ফিচার যুক্ত করতে যাচ্ছে মেটা। শিশুদের নিরাপত্তার বিষয়ে নজর দেয় না মেটা—এমন বিতর্ক এড়াতেই এই উদ্যোগ। মার্কিন সাময়িকী ফোর্বসের এক প্রতিবেদনে এই তথ্য বলা হয়েছে।
ফোর্বসের প্রতিবেদনে বলা হয়েছে, এখন থেকে একটি সফটওয়্যারের মাধ্যমে অভিভাবকেরা তাদের সন্তানদের ভিআর হেডসেট কেনা, ভিআর হেডেসট দূর থেকে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এই অ্যাপটি তখনই সক্রিয় হবে যখন শিশুরা তাদের বাবা–মায়ের ভিআর অ্যাকাউন্টের সঙ্গে সংযুক্ত থাকবে। আর সংযুক্ত থাকার মাধ্যমে বাবা–মা সন্তানদের ভিআর স্ক্রিনে কাটানো সময়ও নজরদারি করতে পারবেন। দেখতে পারবেন তাদের সন্তান কাকে বন্ধু হিসেবে নিচ্ছে এবং কাকে ও কোন ধরনের কনটেন্ট ব্লক করছে।