শতবর্ষে পা রাখছেন মোদির মা, তাই...
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি আগামী ১৮ জুন একশ’ বছরে পা রাখবেন। সেই উপলক্ষে তার নামে রাস্তার নামকরণের সিদ্ধান্ত নিয়েছে গুজরাতের গান্ধীনগর পৌরসভা। বুধবার রায়সান এলাকার ৮০ মিটার লম্বা ওই রাস্তার নাম ‘পূজ্য হীরাবা মার্গ’ রাখা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টাইমস বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
গান্ধীনগরের মূল শহরের কাছেই রায়সানে ছোট ছেলে পঙ্কজ মোদির সঙ্গে থাকেন হীরাবেন। গান্ধীনগর পৌরসভার আওতায় পড়ে ওই এলাকা।
রাস্তার নামকরণের ব্যাপারে সেখানকার মেয়র হীতেশ মাকওয়ানা বলেন, শতবর্ষে পা রাখছেন হীরাবেন। তাই রায়সান এলাকার ওই রাস্তার নাম পূজ্য হীরা মার্গ রাখার সিদ্ধান্ত নিয়েছি আমরা। যেন আগামী প্রজন্ম তার জীবন থেকে শিক্ষা নিতে পারেন।
হীরাবেনের আর এক ছেলে প্রহ্লাদ মোদি বলেন, তার জন্য নব চণ্ডী যজ্ঞ করতে চলেছি আমরা। হটকেশ্বর মন্দিরে সুন্দরকাণ্ড পাঠও রয়েছে। মন্দিরে বিশেষ সঙ্গীত সন্ধ্যার আয়োজনও করেছি।