You have reached your daily news limit

Please log in to continue


বর্ষায় ত্বকের নানা রোগ এবং চিকিৎসা

বর্ষাকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় আবহাওয়ার সঙ্গে তাল মেলাতে ত্বকের বেশ বেগ পেতে হয়। এ সময় সবচেয়ে বেশি দেখা দেয় ছত্রাক বা ফাঙ্গাসজনিত নানা ইনফেকশন। স্যাঁতসেঁতে আবহাওয়ায় দেহে স্বাভাবিকভাবে বাসকারী কিছু জীবাণু হঠাৎ করে দ্রুত বংশ বৃদ্ধি করে শক্তিশালী হয়ে ওঠে, সৃষ্টি করে ত্বকের রোগ। মূলত শরীরের ভাঁজগুলোয় ছত্রাক জন্মায়। এর নাম দাদ। প্রচণ্ড রকম চুলকানির পাশাপাশি কখনো কখনো দীর্ঘমেয়াদি ক্ষত তৈরি করে। মূলত গলা, মুখ, কুঁচকি, মলদ্বার এবং বুকে ও পিঠে এটি বেশি দেখা যায়। সাধারণত ছোট গোল ক্ষত থেকে বাড়তে বাড়তে এটি মানচিত্রের রূপ নেয়। অনেক সময় নানারকম ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এতে পুঁজ হতে পারে। ফাঙ্গাস শরীর ছাড়াও মুখে, ঠোঁটে এমনকি মাথার ত্বকেও হতে পারে। শরীরের বিভিন্ন স্থানে এগুলো ভিন্ন ভিন্ন নামে পরিচিত। মাথায় হলে Tinea capitis, কুচকিতে হলে Tinea Cruris বা Jokes Itch , হাতে- পায়ে হলে Tinea Manum ও Tinea pedis.

সেবোরিক ডারমাটাইটিস : বর্ষাকালে এ রোগের প্রাদুর্ভাব ব্যাপক। মাথার ত্বক, ভ্রু, মুখমণ্ডল, নাকের দুইপাশ, বুক ও পিঠের মাঝখানে ছোট ছোট দানার মতো দেখা দেয়, যা অনেকটাই তৈলাক্ত ও হলুদাভ। প্রচণ্ড চুলকানির সঙ্গে মাথার চুল পড়া বেড়ে যাওয়া, ত্বকে জ্বলনি ও ফুসকুড়ি দেখা দেয়। মূলত Yeast নামক এক ধরনের ছত্রাক, যা দ্রুত বংশ বৃদ্ধি করে এবং বিরূপ আচরণ শুরু করে। ফলাফল খুসকি, চুলকানি, জ্বলনি, লাল হয়ে যাওয়া ইত্যাদি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন