একটা ধাঁধা আপনাদের জন্য। বলুন তো স্বামী কখন ‘ভাই’ হয়ে যায়? কী ভাবছেন? স্বামী আবার ভাই হয় কী করে? কেন স্বামী ভাই হতে পারে না? চাচাতো, মামাতো, ফুফাতো অথবা খালাতো ভাইয়ের সঙ্গে যখন কোনও নারীর বিয়ে হয়ে যায় তখন তো আমরা বলি, ভাইয়ের সঙ্গে বিয়ে হয়েছে। কিন্তু বিয়ের পর স্বামীকে কি কোনও নারী ‘ভাই’ বলে সম্বোধন করতে পারে? তাও আবার কোনও প্রচার মাধ্যমে, প্রকাশ্যে...। বোধকরি পারে না? সামাজিক অনুশাসন মানলে স্বামীকে ‘ভাই’ বলে সম্বোধন করা যায় না। অথচ চিত্রনায়িকা মৌসুমী তার স্বামী ওমর সানীকে ‘ভাই’ বলে সম্বোধন করেছেন।
তর্কের খাতিরে যদি বলি, তাহলে প্রশ্ন উঠতেই পারে স্বামীকে ‘ভাই’ বলাতে কী এমন অন্যায় হয়েছে? ভাই আর বোন অনেক মধুর সম্পর্ক। মৌসুমী তার স্বামীকে ‘ভাই’ বলেছেন। তার মানে মৌসুমী কি তাহলে ওমর সানীর বোন? বিয়ের পর তো ভাই-বোনের সম্পর্ক বদলে যায়। ভাই হয়ে যায় স্বামী আর বোন হয়ে যায় স্ত্রী। তাহলে কী পাল্টা প্রশ্ন এসে দাঁড়ায় না, ওমর সানী যদি মৌসুমীর ভাই হয়ে থাকে তাহলে কি তারা এখন আর স্বামী-স্ত্রী নন? কেন স্বামীকে ‘ভাই’ বললেন প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমী?
প্রিয় পাঠক, আজকের লেখাটি একটি তুচ্ছ বিষয় নিয়ে। এজন্য ক্ষমা করবেন। অবশ্য বিষয়টাকে তুচ্ছই বা বলি কী করে? বিষয়টি এখন সামাজিক যোগাযোগমাধ্যমের পাশাপাশি দেশের সংবাদপত্র ও টেলিভিশন মিডিয়ায়ও দারুণ আলোচিত। একই ঘটনার কতভাবেই না রিপোর্ট প্রকাশ হচ্ছে? একটার সঙ্গে অন্যটার কোনও মিল নেই। কোনও কোনও পত্রিকা ও টিভি মাধ্যমে ঘটনাটি এতই গুরুত্ব সহকারে প্রকাশ ও প্রচার হচ্ছে যে মনে হবে এর চেয়ে বড় খবর আর দ্বিতীয়টি নেই। কোনও কোনও প্রচার মাধ্যমে মুখরোচক বানানো গল্প এমনভাবে প্রকাশ ও প্রচার করা হচ্ছে যে মনে হবে বানানো গল্প বলার প্রতিযোগিতা শুরু হয়েছে।