![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fcdn.banglatribune.net%2Fcontents%2Fcache%2Fimages%2F900x505x1%2Fuploads%2Fmedia%2F2022%2F06%2F16%2Fkala-pahar1-5a9db9918a3302537f09d44d779cfb5a.jpg%3Fjadewits_media_id%3D797700)
‘কালা পাহাড়ের’ দাম ৩০ লাখ টাকা
প্রায় তিন বছর ধরে আদর-যত্নে গরুটিকে লালন-পালন করছেন। নাম দিয়েছেন ‘কালা পাহাড়’। এই সময়ে গরুটির ওজন হয়েছে দুই হাজার ২০০ কেজি (৫৫ মণ)। কালা পাহাড়কে আসন্ন কোরবানির ঈদের জন্য প্রস্তুত করেছেন মালিক। দাম হাঁকছেন ৩০ লাখ টাকা।
গরুটির মালিকের নাম সৌমিক আহমেদ সাগর। তিনি যশোর সদরের মাহিদিয়া গ্রামের বাসিন্দা। পেশায় হোমিও মেডিক্যাল কলেজের প্রভাষক। পাশাপাশি ডাক্তারিও করেন। শখের বশেই গরুটি পালন করেছেন।
ফ্রিজিয়ান জাতের এই গরুটি বছর তিনেক আগে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া এলাকা থেকে ৬৫ হাজার টাকায় কেনেন। তখন সেটি বাছুর ছিল। এই তিন বছরে সন্তানের মতো আদর যত্নে বড় করেছেন গরুটিকে। অনেক বড় গরু হওয়ায় দেখতে প্রায় প্রতিদিনই লোকজন আসছেন। দর্শনার্থীরা জানতে চান, দাম কতো উঠেছে।