কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কুমিল্লায় কাউন্সিলর পদেও ক্ষমতাসীনদের জয়জয়কার

বিডি নিউজ ২৪ কুমিল্লা সদর প্রকাশিত: ১৬ জুন ২০২২, ১৬:৩৬

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রথমবারের মতো মেয়র পদে জয় পেয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ; দলটির নেতাকর্মীরা বেশিরভাগ সাধারণ আসনে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদেও জয় পেয়েছেন।


বুধবার দিনভর ইভিএমে ভোট শেষে নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে স্থাপিত ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে কেন্দ্রভিত্তিক বেসরকারি ফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী।


কেন্দ্রভিত্তিক এই ফলাফলের মধ্য দিয়েই সাধারণ আসনে কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরদের জয়-পরাজয় তাৎক্ষণিকভাবে জেনে যান ভোটাররা।


সিটি করপোরেশন নির্বাচনী আইন অনুযায়ী, শুধু মেয়র পদপ্রার্থীরা দলীয় প্রতীকে নির্বাচন করতে পারেন। আর কাউন্সিলর পদপ্রার্থীদের দল থেকে সমর্থন দেওয়া হয়। তারা সবাই স্বতন্ত্র প্রার্থী।


সেই অনুযায়ী, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ২৭ ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর ও মহিলা কাউন্সিলরদের সমর্থন দেওয়া হয়। কিন্তু এর বাইরেও প্রায় প্রতিটি ওয়ার্ডে একাধিক আওয়ামী লীগের নেতাকর্মী ভোট করেন।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও