You have reached your daily news limit

Please log in to continue


জন্মদিনের পার্টি থেকে করোনা আক্রান্ত বহু তারকা, সব দোষ করণের!

বহুদিন পর পার্টিতে একসঙ্গে বলিউডের সব প্রজন্মের তারকারা উপস্থিত। কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠান নয়। উপলক্ষ পরিচালক ও প্রযোজক করণ জোহরের ৫০তম জন্মদিন। বলিউড তারকা শাহরুখ খান, আমির থেকে শুরু করে কাজল, রাণী মুখার্জি, কিয়ারা আদবানি, রণবীর কাপুর কে ছিলেন না সেই পার্টিতে! চুটিয়ে হই হুল্লোড়ের পর, আবারও সমালোচিত হয়েছিলেন করণ।

করণ জোহরের জন্মদিন উদযাপনের পরেই বি টাউনের একাধিক তারকার করোনা আক্রান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। সেই তালিকায় ছিলেন শাহরুখ খান, ক্যাটরিনা কাইফ, আদিত্য রায় কাপুররা। এরপরই গুঞ্জন রটে করণ জোহরের জন্মদিনের পার্টিই ছিল করোনার হটস্পট! অনেকেরই ধারণা, সেই পার্টিতে কোনো করোনা বিধি না মানার জেরেই আক্রান্ত হয়েছেন তারকারা। তার জন্য করণ জোহরকেই দোষ দিয়েছেন সবাই। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন