সংবাদ এড়িয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে, কমছে আস্থা
প্রথম আলো
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৮:৫৭
বেছে বেছে গুরুত্বপূর্ণ সংবাদ এড়িয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে। সংবাদের প্রতি মানুষের আস্থাও কমছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত এক সমীক্ষায় এমন চিত্র উঠে এসেছে। খবর রয়টার্সের।
রয়টার্স ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব জার্নালিজম বার্ষিক ডিজিটাল নিউজ রিপোর্টের করা জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারি, ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন এবং জীবনযাত্রার ব্যয় সংকটের মতো গুরুত্বপূর্ণ সংবাদ প্রতিবেদন বেছে বেছে এড়িয়ে যাওয়া মানুষের সংখ্যা বাড়ছে।
জরিপে অংশ নেওয়া অধিকাংশ মানুষই সংবাদ পড়ে থাকেন। তাঁদের ৩৮ শতাংশ বলেছেন, প্রায়ই কিংবা কোনো কোনো সময় তাঁরা সংবাদ এড়িয়ে যান। ২০১৭ সালে এ ধরনের মানুষের সংখ্যা ছিল ২৯ শতাংশ। বিশেষ করে ৩৫ বছরের কম বয়সী প্রায় ৩৬ শতাংশই বলেছেন, সংবাদ তাঁদের মানসিক অবস্থা দুর্বল করে।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সংবাদ পড়া
- জরিপ
- এড়িয়ে চলা