কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চার কার্যদিবস পর উত্থানে পুঁজিবাজার

ঢাকা পোষ্ট ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৮:৫১

প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেট ঘোষণার দিন (০৯ জুন) থেকে টানা চার কর্যদিবস দরপতনের পর বুধবার (১৫ জুন) পুঁজিবাজারের সূচক কিছুটা উত্থান হয়েছে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেন ও অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম।


এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে ১৩ পয়েন্ট। অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বেড়েছে ৬১ পয়েন্ট। সূচকের পাশাপাশি বেড়েছে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম ও লেনদেন।


বাজেট ঘোষণার দিন থেকে ১৪ জুন পর্যন্ত মোট চার কর্মদিবসে ডিএসইর প্রধান মূল্যসূচক ১২৩ পয়েন্ট কমার পর আজ উত্থান হলো।


ডিএসইর তথ্য মতে, বুধবার উভয় বাজারেই সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়। যা অব্যাহত ছিল বেলা সাড়ে ১১টা পর্যন্ত। কিন্তু তারপর থেকে বিমা ও আর্থিক প্রতিষ্ঠানসহ ছয়টি খাতের শেয়ারের দাম কমায় দিনের বাকি সময় লেনদেন হয় সূচকের নেতিবাচক প্রবণতায়। এদিন ডিএসইতে ৩৮২টি প্রতিষ্ঠানের ২৪ কোটি ৬৯ লাখ ৩৭ হাজার ৭৩৫টি শেয়ার ও ইউনিট কেনাবেচা হয়েছে। এর মধ্যে ১৭৫টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, কমেছে ১৬১টির, আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির দাম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও