জুতো কিনতে কিনতে ক্লান্ত, খরচ বাঁচাতে পায়ে আঁকলেন জুতোর ট্যাটু
ঢাকা পোষ্ট
প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৮:২৫
পুরোনো ছিঁড়ে যাওয়া জুতো ফেলে দিয়ে নতুন জুতো কিনতে কিনতে ক্লান্ত হয়ে পড়েছিলেন এক ব্যক্তি। জুতোর পেছনে অর্থ ব্যয় কমাতে কী করা যায়, সেই চিন্তা থেকে অদ্ভূত এক কাজ করে বসলেন তিনি। পায়ে এঁকে নিলেন জুতোর ট্যাটু। যা প্রথম দর্শনে যে কেউই বিশ্বাস করবেন, ওই ব্যক্তির পায়ে হয়তো জুতো আছে। কিন্তু প্রকৃতপক্ষে তিনি পায়ে জুতোর ট্যাটু এঁকে নিয়েছেন।
যুক্তরাজ্যের ম্যানচেস্টার-ভিত্তিক দক্ষিণ আফ্রিকান ট্যাটু শিল্পী ডিন গুন্থার সম্প্রতি তার কাছে ওই ব্যক্তির পায়ে জুতোর ট্যাটু করে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। গুন্থার বলেছেন, সম্প্রতি ওই গ্রাহক নিজের পছন্দের নাইকির ট্রেইনার জুতোর ট্যাটুর নকশা করাতে তার কাছে এসেছিলেন।