You have reached your daily news limit

Please log in to continue


বাবরের পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে কোহলিকে ছাড়িয়ে গেলেন ইমামও

বাবর আজম বিরাট কোহলিকে ছাড়িয়ে আইসিসি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছিলেন বহু আগেই। এবার তার সতীর্থ ইমাম-উল-হকও ছাড়িয়ে গেলেন সাবেক ভারতীয় অধিনায়ককে। সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে দারুণ পারফর্ম্যান্সের সুবাদে তিনি কোহলিকে তিনে ঠেলে জায়গা করে নিয়েছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে, এই অবস্থান তার ক্যারিয়ার-সেরা। 

৬৫, ৭২, ৬২; সদ্যসমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তিন ম্যাচে এই ছিল ইমামের রান। তার দল যে সফরকারীদের ধবলধোলাই করেছে, তাতে দারুণ অবদান ছিল তার। সেই সুবাদে সিরিজ সেরার পুরস্কার জেতেন তিনি। এরপর আইসিসি র‍্যাঙ্কিংয়ে পেলেন তার পুরস্কার। র‍্যাঙ্কিংয়ে এক ধাপ এগিয়েছেন তিনি। 

তার এই উন্নতির ফলে একটা রেকর্ডও গড়ে ফেলেছে পাকিস্তান। ইতিহাসে এই প্রথম পাকিস্তানের কোনো ব্যাটসম্যান বসেছেন আইসিসি র‍্যাঙ্কিংয়ের চূড়ায়। শীর্ষে আছেন বাবর, তার রেটিং ৮৯২। দুইয়ে থাকা ইমামের রেটিং ৮১৫। ৪ পয়েন্ট কম নিয়ে তিনে আছেন কোহলি। ৭৯১ আর ৭৮৯ পয়েন্ট নিয়ে চার ও পাঁচে আছেন যথাক্রমে রোহিত শর্মা ও কুইন্টন ডি কক।

পাকিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হলেও সিরিজে ভালো খেলেছিলেন শেই হোপ, প্রথম ম্যাচে করেছিলেন সেঞ্চুরি। তিনি দুই ধাপ এগিয়ে উঠে এসেছেন ১১তে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন