You have reached your daily news limit

Please log in to continue


পদ্মা সেতু: এক দিনের জন্য টোল ফ্রির প্রস্তাব

স্বপ্ন শুধু মানুষ দেখে না, স্বপ্ন দেশও দেখে। যখন দেশের অধিকাংশ মানুষ কোনো কিছু চায় এবং সেই চাওয়াকে গুরুত্ব দেয় সরকার এবং সেই স্বপ্নটি সরকারও দেখতে শুরু করে—তখন সেই স্বপ্ন হয়ে যায় একটি দেশের।

পদ্মা সেতুর স্বপ্ন ছিল পুরো বাংলাদেশের প্রতিটি মানুষের। সেই স্বপ্নের সেতুর উদ্বোধন ২৫ জুন। এর আগে আরেক স্বপ্নের সেতু বঙ্গবন্ধু সেতুর (যমুনা ব্রিজ) উদ্বোধন হয়েছিল। তারও আগে উদ্বোধন হয়েছিল দক্ষিণ বাংলার স্বপ্নের গাবখান সেতুর। বুড়িগঙ্গা সেতুও উদ্বোধন হয়েছিল। উদ্বোধন হয়েছিল কুড়িল ফ্লাই ওভার, মৌচাক ফ্লাইওভারসহ আরো অনেক স্হাপনার। তবে এতটা আলোচনার জন্ম দেয়নি কোনোটিই, যতটা আলোচিত হচ্ছে পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে। কারণ পদ্মা সেতুর কাজ যখন প্রায় গোছানোর পথে তখনই শুরু হয় কথিত ‘দুর্নীতি’র অভিযোগ। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ জন্মের পর থেকে এ পর্যন্ত অনিয়মের অভিযোগ মাথায় নিয়ে কোনো মন্ত্রী পদত্যাগ করেননি। ব্যতিক্রম এক জনই তিনি সৈয়দ আবুল হোসেন। অভিযোগ উঠেছিল সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরীর বিরুদ্ধেও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন