লাল কার্ড দেখানোয় রেফারিকে পিটিয়ে হত্যা
অনাকাঙ্ক্ষিত এক ঘটনার সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লাল কার্ড দেখানোয় খেলোয়াড় ও দর্শকদের হামলায় প্রাণ হারালেন রেফারি। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে এল সালভাদোরের ঘরোয়া ফুটবলে। বিষয়টি নিশ্চিত করে দেশটির ফুটবল ফেডারেশন একটি বিবৃতি দিয়েছে। খবর মার্কার।
বিবৃতিতে বলা হয়েছে, গত সপ্তাহে দেশটির রাজধানী সান সালভাদোরের তলুসা স্টেডিয়ামে অ্যামেচার লিগের ম্যাচে এক দলের খেলোয়াড় ও তাদের সমর্থকদের গণপিটুনিতে হোসে আর্নোলদো আনায়া (৬৩) নামের এক রেফারি মৃত্যুবরণ করেন।
সান সালভাদোরের কাছে অবস্থিত মিরামন্তেতে একটি ম্যাচ পরিচালনার দায়িত্বে ছিলেন আনায়া। সেই ম্যাচে এক খেলোয়াড়কে আনায়া লাল কার্ড দেখালে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। ২০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন রেফারির ওপর চড়াও হন ওই খেলোয়াড়। সতীর্থ ও দলের সমর্থকরাও যোগ দিয়ে হামলা চালান তার ওপর। তাদের পিটুনিতে গুরুতর আহত হন আনায়া। সাকামিল হাসপাতালে তাকে নিয়ে গেলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি তাকে।
- ট্যাগ:
- খেলা
- লাল কার্ড
- রেফারিকে মারধোর