You have reached your daily news limit

Please log in to continue


২৮ কোটি টাকায় র‍্যাবের জন্য কেনা হচ্ছে ৩০টি জিপ

র‌্যাবের সক্ষমতা বৃদ্ধির জন্য ৩০টি জিপ কেনা হচ্ছে। জিপগুলো কিনতে ২৮ কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. জিল্লুর রহমান চৌধুরী।

বুধবার (১৫ জুন) অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব এ কথা জানান। সভায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি সভাপতিত্ব করেন।

অতিরিক্ত সচিব বলেন, জননিরাপত্তা বিভাগের অধীন বাংলাদেশ পুলিশ কর্তৃক ‘র‌্যাব ফোর্সেসের আভিযানিক সক্ষমতা বৃদ্ধিকরণ’ প্রকল্পের আওতায় ৩০টি জিপ কেনা হবে। জিপগুলো ২ হাজার ৭০০ সিসির। প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কাছ থেকে ২৮ কোটি ২০ লাখ টাকায় ক্রয়ের অনুমোদন দেয়া হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, কমিটির অনুমোদনের জন্য ১৭টি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৪টি, কৃষি মন্ত্রণালয়ের ৩টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, জননিরাপত্তা বিভাগের ২টি, বাণিজ্য মন্ত্রণালয়ের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ১টি, সেতু বিভাগের ১টি, বিদ্যুৎ বিভাগের ১টি এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১টি প্রস্তাবনা ছিল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন