‘আমিও পাওয়ারফুল, তবে শরমে পরিচয় দিই নাই’

বিডি নিউজ ২৪ কুমিল্লা সিটি করপোরেশন ভবন প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৬:০০

গোলাপি শার্টের দুই পাশে দুটি নৌকার কোর্টপিন লাগানো; ঢোলা প্যান্ট, পায়ে স্যান্ডেল পরিহিত আব্দুল মতিন ভোট কেন্দ্রে ঘোরাঘুরি করছিলেন।


বেলা ১২টার দিকে কুমিল্লা সিটি করপোশেন নির্বাচনের ফরিদা বিদ্যায়তন কেন্দ্র থেকে তাকে আটক করেন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট সোহেল রানা। এরপর বয়স বিবেচনায়, কথাবার্তা শুনে পঞ্চাশোর্ধ মতিনকে সাজা না দিয়ে নিজের গাড়িতেই বনিয়ে রাখেন ম্যাজিস্ট্রেট, যিনি কুমিল্লার ব্রাহ্মণপাড়ার ইউএনওর দায়িত্বে আছেন।


পরে কথায় কথায় মতিন বললেন, “কয়েকবার সেন্টারের মধ্যে ঢুকেছিলাম তো, ওইজন্য ম্যাজিস্ট্রেট গাড়িতে বসায়া রাখল। আমিতো ৯ নম্বর ওয়ার্ডের ভোটার। আমি হলাম নৌকা মেয়র প্রার্থীর কর্মী। তার পক্ষে কাজ করছি।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও