ইয়াহুর পরিচালনা পর্ষদে জেসিকা অ্যালবা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৫ জুন ২০২২, ১৬:২৮

হলিউড অভিনেত্রী জেসিকা অ্যালবা সহ প্রযুক্তি, গণমাধ্যম এবং আর্থিক খাতের ছয় ব্যক্তিকে নিজেদের পরিচালনা পর্ষদে নিয়োগ দিয়েছে ইয়াহু।


প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বাজারে টিকে থাকতে পণ্যে বৈচিত্র্য আনার লক্ষ্যে মার্কিন মেইল সেবাদাতা ওয়েবসাইটটির সোমবারের এই ঘোষণা বলে প্রতিবেদনে উল্লেখ করেছে রয়টার্স।


ডেস্কটপ পিসি যুক্ত ডায়াল-আপ ইন্টারনেটের আমলে তুমুল জনপ্রিয় ছিল ইয়াহু। তবে, গুগল এবং মেটার মতো প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানগুলোর উত্থানে সেই জনপ্রিয়তায় ভাটা পড়ে। এর পর থেকেই নিজেদের হারানো অবস্থান ফিরে পেতে লড়াই করছে প্রতিষ্ঠানটি।


২০২১ সালের আগ পর্যন্ত ইয়াহুর মালিকানা ছিল প্রযুক্তি প্রতিষ্ঠান ভ্যারাইজন মিডিয়ার কাছে। গত বছর অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট পাঁচশ কোটি ডলারে ভ্যারাইজন মিডিয়া অধিগ্রহন করে এবং ‘ভ্যারাইজন মিডিয়া গ্রুপ’ নামটি বদলে পুনরায় ‘ইয়াহু’ নামটি ফিরিয়ে এনেছে।


 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও