মাঙ্কিপক্সের নতুন নাম দিচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, মাঙ্কিপক্সের নতুন নামকরণের বিষয়টি নিয়ে কাজ করছে তারা। এ নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে কাজ চলছে। ভাইরাস এবং এটি যে রোগ সৃষ্টি করে সে বিষয়ে ‘বৈষম্যহীন এবং অপবাদ আরোপ করে না এমন নাম দেওয়া জরুরি প্রয়োজন’ জানিয়ে গত সপ্তাহে ৩০ জন বিজ্ঞানীর লিখিত আহ্বানের পরই নতুন নামকরণের কথা জানানো হলো। খবর বিবিসির।
ডব্লিউএইচও বলছে, এই ভাইরাসটিকে শুরু থেকেই আফ্রিকান বলে উল্লেখ করা যথার্থ নয় এবং এটি অনেকটাই বৈষম্যমূলক। গত কয়েক সপ্তাহে বিভিন্ন দেশে মাঙ্কিপক্সে প্রায় ১ হাজার ৬শ রোগী শনাক্ত হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে প্রাদুর্ভাব দেখা দেওয়া বিভিন্ন দেশে ৭২ জনের মৃত্যু হয়েছে। তবে যুক্তরাজ্যসহ নতুন যে ৩২ দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়েছে সেখানে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
১২ জুন পর্যন্ত ইংল্যান্ডে ৪৫২টি কেস শনাক্ত হয়েছে। এর মধ্যে ১২ জন স্কটল্যান্ডের, দুজন নর্দার্ন আয়ারল্যান্ডের এবং চারজন ওয়েলসের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, মাঙ্কিপক্সের নতুন নামকরণের বিষয়ে তারা আগামী সপ্তাহে জরুরি বৈঠকে বসবে।