গবাদিপশু ঢেকুর তুললেও কর দিতে হবে?
একদল তরুণ খেতে গেছে নামীদামি এক রেস্তোরাঁয়। যে যার পছন্দমতো খাবার নিয়ে বেশ আয়েশ করে খাচ্ছে। খাবার যখন শেষ হলো, তখন এক বন্ধু ওয়েটারকে খাবারের বিল নিয়ে আসতে বলল। নামীদামি রেস্তোরাঁয় যে ভ্যাট দিতে হয়, তা সবারই জানা। কিন্তু বিল তার চেয়েও বেশি এসেছে। সবাই মিলে যখন ভালো করে লক্ষ্য করল, তখন দেখতে পেল, ভ্যাটের নিচেই আছে ঢেকুর তোলার বিল!
এতটুকু পড়ার পর আঁতকে উঠবেন না। বাজেট ঘোষণার পরপরই এ ধরনের রসিকতা ভালো লাগার কথা নয়। যাহোক, ভালো খাবার পেটে পড়ার পর যে তৃপ্তির ঢেকুর আসে, তার জন্য আপাতত কর দিতে হচ্ছে না। তবে গবাদিপশু যে ঢেকুর তোলে, তার জন্য খামারিদের কাছ থেকে কর নেওয়ার পরিকল্পনা করছে নিউজিল্যান্ড।
- ট্যাগ:
- জটিল
- গরু
- কর আরোপ
- চোঁয়া ঢেঁকুর