পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু

www.ajkerpatrika.com পঞ্চগড় প্রকাশিত: ১৪ জুন ২০২২, ২১:০০

পঞ্চগড়ে পৃথক ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার পঞ্চগড় সদর ও তেঁতুলিয়া উপজেলায় এসব সড়ক দুর্ঘটনা ঘটেছে। পঞ্চগড় পৌরসভার ট্রাক টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় বাবা নিহত ও ছেলে আহত হয়েছে। সদর উপজেলার মাগুরা এলাকায় বিদ্যুতায়িত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, তেঁতুলিয়া উপজেলায় সংঘর্ষে আরও  ১ জনের মৃত্যু হয়েছে। 



পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, পঞ্চগড়-ঢাকা মহাসড়কে ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকের ধাক্কায় জহিরুল ইসলাম (৫০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ সময় তাঁর ছেলে এনামুল হক (৩৫) গুরুতর আহত হন। তাঁরা তেঁতুলিয়া উপজেলার শালবাহানহাট ইউনিয়নের লোহাকাচি গ্রামে। আহত এনামুলকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ওই ট্রাকচালককে আটক করা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও