‘ভোট নৌকায় দিতে হবে’ বলায় আ.লীগ নেতার বিরুদ্ধে মামলা
টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নের ভোটারদের উদ্দেশ করে হুঁশিয়ারি বক্তব্য দেওয়ায় সাদিকুল ইসলাম সাদিক নামের এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা করেছেন নির্বাচন কর্মকর্তা। মঙ্গলবার (১৪ জুন) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আলী বাদী হয়ে মধুপুর থানায় মামলাটি করেন।
এর আগে তার বক্তব্যের জেরে গত ১২ জুন অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। অভিযুক্ত সাদিকুল ইসলাম সাদিক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও মির্জাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
বাদী খন্দকার মোহাম্মদ আলী বলেন, ‘সাদিকুলের বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধমে ছড়িয়ে পড়ে। পরে অরণখোলা ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করা হয়। আচরণবিধি লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে
১০ মাস, ২ সপ্তাহ আগে