You have reached your daily news limit

Please log in to continue


অন্তরঙ্গ হওয়া সহজ নয়

সম্প্রতি এমএক্স প্লেয়ারে মুক্তি পেয়েছে জনপ্রিয় ওয়েব সিরিজ আশ্রম-এর তৃতীয় মৌসুম। প্রকাশ ঝাঁ পরিচালিত এই সিরিজের প্রধান চরিত্রে অভিনয় করেছেন ববি দেওল। তবে তৃতীয় সিজনে সিরিজটির সঙ্গে যুক্ত হয়েই আলোচনার ঝড় তুলেছেন এষা গুপ্ত। তাঁকে দেখা গেছে সোনিয়ার চরিত্রে। মুক্তির পর আলোচিত হলেও অভিনয়ের আগে ভীষণ চাপে ছিলেন তিনি। কারণ, আগের দুই সিজনের কল্যাণে আশ্রম ইতিমধ্যে জনপ্রিয় এক সিরিজ। তাঁর অভিনীত চরিত্রটি দর্শক কীভাবে গ্রহণ করবেন, তা নিয়ে রীতিমতো উৎকণ্ঠায় ছিলেন এষা। শেষ পর্যন্ত সবার দারুণ প্রতিক্রিয়া পেয়ে খুশি এই অভিনেত্রী। সিরিজে বিশেষ করে নজর কেড়েছে ববি দেওলের সঙ্গে এষার অন্তরঙ্গ দৃশ্য।

ওই দৃশ্যে অভিনয় প্রসঙ্গে অভিনেত্রী প্রথম আলোক দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘ববির সঙ্গে কাজ করে দারুণ মজা পেয়েছি। সে মিষ্টি স্বভাবের। সবাইকে সম্মান দিয়ে কথা বলে। প্রথম দৃশ্যই আমি ববির সঙ্গে শুট করেছিলাম। অন্তরঙ্গ দৃশ্যটি করার সময় আমাদের মাথায় ছিল, দৃশ্যটি দেখতে যাতে সস্তা না মনে হয়। তবে ববির মতো সহ-অভিনেতা ছিল বলেই অন্তরঙ্গ দৃশ্যের মতো কঠিন দৃশ্য সহজ হয়ে গিয়েছিল।’
এষা এ কথা বলছেন কারণ, আগে একাধিকবার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে তাঁকে। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘একবার ঘনিষ্ঠ দৃশ্যে শুটিংয়ের সময় সহ-অভিনেতা আমার জামা টেনে ধরেছিলেন, যেটা দৃশ্যে ছিল না। পরে আমি তাঁর সঙ্গে আর কাজ করিনি। অভিনেতাদের নিজেদের মাত্রাবোধ সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। অনেক সময় তাঁরা সেটা ছাড়িয়ে যান। যাঁরা নিজেদের মাত্রা সম্পর্কে ওয়াকিবহাল নন, তাঁদের সাবধান করে দিই।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন