বন্ধুর বউকে বিয়ে করাই কাল হলো রাকিবের

www.ajkerpatrika.com নাটোর প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১৬:৫৫

নাটোর সদরের মীরপাড়ার রাসেল ওরফে কাটা রাসেলের (৩১) বিরুদ্ধে খুন, নারী নির্যাতন, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। জেলে আসা–যাওয়া তাঁর কাছে নতুন নয়। কিছুদিন আগে এমন স্বামীর সঙ্গে সংসার না করার সিদ্ধান্ত নেন স্ত্রী লাবণ্য সিদ্দিকা সাথী (২৬)। ইতি টানেন ৭ বছরের সংসারের। 



সর্বশেষ রাসেল কারাগারে থাকা অবস্থায় সাথী তাঁকে তালাক দিয়ে বিয়ে করেন সাবেক স্বামী রাসেলের বন্ধু রাকিবকে। আর বন্ধুর বউকে বিয়ে করাই কাল হলো রাকিব হোসেনের (২৫)। স্ত্রীকে বিয়ে করার প্রতিশোধ নিতেই জামিনে বের হয়ে বন্ধুকে খুন করেন রাসেল। 



এ ঘটনায় রাকিবের বড় ভাই মো. শাকিল হোসেন (২৭) রাসেলকে প্রধান আসামি করে পাকশী রেলওয়ে থানায় একটি মামলা করেন। পরে এই মামলায় রাসেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সোমবার (১৩ জুন) রাতে সিআইডি এলআইসি শাখার একটি দল আসামি রাসেল হোসেনকে ডিএমপির মিরপুর মডেল থানাধীন এলাকা থেকে গ্রেপ্তার করে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও