কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সংসদে অভিযোগ, রাজনৈতিক ব্যবহারে পুলিশ বেপরোয়া

সমকাল প্রকাশিত: ১৪ জুন ২০২২, ১০:৫৪

রাজনৈতিক ব্যবহারের কারণে দেশের পুলিশ বাহিনী এখন দলীয় বাহিনীতে পরিণত হয়েছে। ক্ষমতায় টিকে থাকতে তাদের অপকর্মকে সরকার প্রশ্রয় দিতে বাধ্য হচ্ছে। পুলিশ বাহিনীর বিরুদ্ধে বিরোধীদলীয় নেতাকর্মীদের দমন-পীড়ন, বিচারবহির্ভূত হত্যা, গুমসহ মানবাধিকার লঙ্ঘনের নানা অনিয়মের অভিযোগ তুলে এসব কথা বলেছেন সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি, বিএনপিসহ বিরোধী সদস্যরা।


চলতি ২০২১-২২ অর্থবছরের সম্পূরক বাজেটের ওপর ছাঁটাই প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তাঁরা এসব অভিযোগ তুলে ধরেন সংসদের বৈঠকে। এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। সম্পূরক বাজেটে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত ১৭৮ কোটি ১৬ লাখ ২৯ হাজার টাকা বরাদ্দ দাবি করা হয়। এই বরাদ্দ ছাঁটাইয়ের প্রস্তাব করেন ১০ এমপি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও