You have reached your daily news limit

Please log in to continue


মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির জট খোলেনি

পাম চাষ থেকে শুরু করে গৃহকর্ম, নির্মাণকাজসহ বিভিন্ন খাতে দক্ষ-অদক্ষ মিলিয়ে মালয়েশিয়ায় এই মুহূর্তে দরকার কমপক্ষে ১০ লাখ বিদেশি কর্মী। দেশটির মানব সম্পদ মন্ত্রী ঢাকা ঘুরে গেলেন চলতি জুনের শুরুর দিকে। শুনিয়ে গেলেন, হয়রানি ছাড়া কম খরচে কর্মী নেওয়ার পথ খুঁজছেন তাঁরা। স্মারক সই হলো, কী প্রক্রিয়ায় কর্মীরা সে দেশে যাবেন, সে বিষয়ে। বলে গেলেন, দেশটির মন্ত্রিসভা স্মারক অনুমোদন দিলে কর্মী যাওয়ার প্রক্রিয়া চূড়ান্ত হবে।

তবে পুত্রাজায়ায় মালয়েশিয়ার মন্ত্রি পরিষদের গত ৮ জুন অনুষ্ঠিত সভায় বিষয়টি ওঠেনি। এদিকে বাংলাদেশে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক কর্মীদের অনলাইনে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করেছে। এ খবর পেয়েই ফরিদপুর থেকে গতকাল সোমবার ঢাকায় এসেছেন আবদুল হাকিম। বয়স ২৮। রমনা এলাকায় কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সামনে এসেই পড়লেন দালালের খপ্পরে। নিবন্ধনের জন্য তাঁর লাগার কথা ২০০ টাকা। দালাল চাইল হাজার টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন