চল্লিশেও চমকে দিচ্ছেন অ্যান্ডারসন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১৮:৫৯
জীবনের কাটা চল্লিশ ছুঁয়েছে। সমবয়সীরা যখন ব্যাট-বল তুলে রেখে নতুন পেশায় নিযুক্ত, জেমস অ্যান্ডারসন তখন নতুন মাইলফলক পাড়ি দিচ্ছেন। সেটাও আবার ইংলিশ বোলিং আক্রমণের নেতৃত্ব কাঁধে। ১৯ বছরের পথচলায় প্রতিনিয়ত মাঠে নেমেছেন আর আর নতুন কোনো বীরত্বগাঁথা রচনা করে চলেছেন অ্যান্ডারসন।
২০০৩ সালে লর্ডসে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকে সুইং বোলিংয়ের অপূর্ব প্রদর্শনীতে চমকে দিয়েছিলেন ক্রিকেট বিশ্বকে। এখনো প্রতিনিয়ত তাঁর সেই চমক চলছে ক্রিকেটের বাইশ গজের মঞ্চে। প্রথম ইংরেজ বোলার হিসাবে টেস্টে ৪০০, ৫০০ এবং ৬০০ উইকেট নেওয়ার অনন্য কীর্তি শুধু তাঁরই। আর গতকাল নটিংহামে টম লাথামের স্টাম্প উড়িয়ে পা রেখেছেন ৬৫০ উইকেটের মাইলফলকে। প্রথম পেসার হিসাবে তিনিই প্রথম ছুঁলেন এই চূঁড়া।