জায়েদ প্রসঙ্গে মৌসুমীর মন্তব্যের পর যা বললেন ওমর সানী
চিত্রনায়িকা মৌসুমীকে ঘিরে ঘটে যাওয়া ওমর সানী-জায়েদ ইস্যুর সত্যতা জানতে মৌসুমীকে অসংখ্যবার ফোন ও খুদে বার্তা পাঠালেও কোনো সাড়া দেননি তিনি। খবর ছড়িয়ে পড়ার ২৬ ঘণ্টা পর আজ সোমবার সকালে হঠাৎ একটি অডিও বার্তা ফেসবুকে ছড়িয়ে পড়ে। কিন্তু কে বা কারা ওই অডিও বার্তা ফেসবুকে ছড়িয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। আজ দুপুর পর্যন্তও মৌসুমীকে তাঁর নম্বরে একাধিকবার ফোন ও এসএমএস করে কথা বলা সম্ভব হয়নি। তবে ছড়িয়ে পড়া অডিওতে জায়েদের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন মৌসুমী। অন্যদিকে, মৌসুমীর কণ্ঠের সেই অডিও শুনে ওমর সানীও বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন, তিনি যা বলেছেন, সব সত্য। ডিস্টার্ব করার যথেষ্ট প্রমাণ তাঁদের কাছে আছে।
২ মিনিট ২৩ সেকেন্ডের সেই অডিও বার্তায় মৌসুমীকে বলতে শোনা যায়, ‘আমি মনে করি, আমার প্রসঙ্গ টানার কোনো প্রয়োজনীয়তাই ছিল না। আমি জায়েদকে অনেক স্নেহ করি। সে আমাকে যথেষ্ট সম্মান করে। আমাদের মধ্যে যতটুকু কাজের সম্পর্ক, সেটা অনেক ভালো সম্পর্ক। সেখানে আমাকে অসম্মান করার প্রশ্নই ওঠে না এবং ওর মধ্যে আমি গুণ ছাড়া অপ্রীতিকর কিছুই দেখি না। কোনো পরিবেশ সৃষ্টি করতে পারে, সেটা আমি দেখিনি। ও ভালো ছেলে। সে আমাকে কখনোই অসম্মান করেনি।’