কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

সুইডেন-ফিনল্যান্ড ইস্যুতে তুরস্কের উদ্বেগ যৌক্তিক ও বৈধ: ন্যাটো

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১৮:০০

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোয় ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানে বিরোধিতায় তুরস্কের নিরাপত্তা উদ্বেগ যৌক্তিক ও বৈধ বলে মন্তব্য করেছেন জোটের মহাসচিব জেন্স স্টলটেনবার্গ।


ফিনল্যান্ড সফরকালে এ বিষয়টি তুলে ধরেন তিনি। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ঘটনায় নিজেদের নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে গত মাসে ন্যাটোয় যোগ দিতে আবেদন করে ফিনল্যান্ড ও সুইডেন। তাদের আবেদনের প্রক্রিয়া দ্রুত সমপন্ন হবে বলে জানিয়েছিলেন স্টলটেনবার্গ। তবে ন্যাটোয় যোগ দেওয়া নিয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে তুরস্ক। কারণ দেশ দু’টির বিরুদ্ধে কুর্দি ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীদের সমর্থন ও আশ্রয় দেওয়ার অভিযোগ এনেছে আঙ্কারা। আঙ্কারা বলছে, সুইডেন এবং ফিনল্যান্ড তুরস্কের পিকেকে-সহ বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে অস্ত্র, অর্থ এবং আশ্রয় দিয়ে মদদ দেয়। ফলে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়া কোনও দেশ ন্যাটো জোটের সদস্য হতে পারে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও