You have reached your daily news limit

Please log in to continue


ফ্যাটি লিভারে আক্রান্ত কিনা জানতে কী কী টেস্ট করা হয়? জানুন চিকিৎসকের মুখেই

ফ্য়াটি লিভার এক গুরুতর রোগ। তবে এই রোগ নিয়ে এখনও মানুষের মধ্যে তেমন কোনও সচেতনতা নেই। তাই মাঝে মাঝেই এই রোগে আক্রান্ত রোগী অসুখ অনেকটা বেড়ে যাওয়ার পরই চিকিৎসকের কাছে যান। তবে এই রোগটিকে এতটাও হালকা নিলে চলবে না। কারণ এর থেকে অনেক গুরুতর রোগ দেখা দেওয়ার আশঙ্কা তৈরি হয়ে যায়। তাই প্রতিটি মানুষকে অবশ্যই এই বিষয়টি নিয়ে সতর্ক হয়ে যেতে হবে।

এই প্রসঙ্গে কলকাতার ঢাকুরিয়া আমরি হাসপাতালের বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ ডা: রুদ্রজিৎ পাল বলেন, আমাদের মধ্যে অনেকেরই রয়েছে ফ্যাটি লিভার (Fatty Liver)। এই রোগটির ক্ষেত্রে লিভারে বেশি ফ্যাট থাকে। এবার লিভারে ফ্যাট জমলে লিভার প্রথমে নিজের কাজ কম করে। তারপর ধীরে ধীরে ফ্যাটের অস্তরণ বাড়লে লিভারে প্রদাহ (Inflammation) হয়। এই সমস্যা থেকে লিভার সিরোসিস (Cirrhosis) ও ক্যানসারের (Cancer) আশঙ্কা কয়েকগুণ বাড়ে। তাই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া খুবই জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন