দেশীয় আম্পায়ারদের চোখ-কান পরীক্ষা করালো বিসিবি

ডেইলি বাংলাদেশ বিসিবি কার্যালয় প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১৫:০৪

দীর্ঘ তিন বছর পর দেশীয় আম্পায়ারদের চোখ-কান পরীক্ষা করাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রাজধানী ঢাকার ৪৮ জন আম্পায়ারের চোখ-কান পরীক্ষা করা হয়েছে। বাকিদের পরীক্ষা করা হবে ঈদের পর। এ বিষয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘আম্পায়ারদের কাজ অনেক কঠিন।


কারণ বল দেখার পাশাপাশি শব্দ শুনতে হয়। নিয়মিত চেকআপ না করালে কেউই বুঝতে পারে না চোখ বা কানে সমস্যা আছে। পরীক্ষা করালে যেটা হয় চিকিৎসা এবং প্রতিরোধ ব্যবস্থার মাধ্যমে ভালো থাকতে পারে। আম্পায়ারিংয়ে আরও সতর্ক হতে পারবে।’ একটা বয়সের পর খেলোয়াড় এবং আম্পায়ারদের নিয়মিতই স্বাস্থ্য পরীক্ষা করাতে হয়। বিসিবি থেকে একটা সময়ে খেলোয়াড়দের স্বাস্থ্য পরীক্ষা করানো হতো। তবে গত তিন বছর ধরে স্বাস্থ্য পরীক্ষা বন্ধ ছিল। আম্পায়ারদের দিয়ে সেটা পুনরায় চালু হলো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও