অ্যাস্ট্রা ব্যর্থতায় দুই স্যাটেলাইট খোয়ালো নাসা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১৪:২১
উদীয়মান স্পেস কোম্পানি ‘অ্যাস্ট্র্যা’র রকেট ব্যর্থতায় দুটি আবহাওয়া স্যাটেলাইট হারিয়েছে মহাকাশ গবেষণা সংস্থা নাসা। গ্রীষ্মমণ্ডলীয় ঝড়ের গতিবিধির ওপর নজর রাখার কথা ছিল স্যাটেলাইট দুটির।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ জানিয়েছে, নাসার স্যাটেলাইট দুটি মহাকাশে পৌঁছে দেওয়ার কথা ছিল অ্যাস্ট্যা রকেটের। কিন্তু উড্ডয়নের কিছু সময় পরেই আকস্মিকভাবে বন্ধ হয়ে যায় রকেটের দ্বিতীয় স্তরের ইঞ্জিন।
ফ্লোরিয়ার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে ‘লঞ্চ ভেহিকল ০০১০ (এলভি ০০১০)’ লঞ্চ করেছিল অ্যাস্ট্রা। উড্ডয়নের ১০ মিনিটের মাথায় দেখা দেয় ইঞ্জিন জটিলতা।
ছয়টি ‘ট্রপিক্স’ স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রকল্প নিয়ে কাজ করছে নাসা। এর দুটি স্যাটেলাইট বহন করছিল রকেটটি।
- ট্যাগ:
- প্রযুক্তি
- স্যাটেলাইট
- হারিয়ে গেছে
- নাসা