প্রস্তাবিত বাজেটে তামাকজাত দ্রব্যের দাম তেমন বাড়েনি
কালের কণ্ঠ
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১১:২৩
প্রস্তাবিত বাজেটে তামাকজাত দ্রব্যের মূল্যবৃদ্ধি হতাশাব্যঞ্জক। কারণ মূল্যাস্ফীতি ও মাথা পিছু আয়ের হিসাবে সিগারেটের প্রকৃত মূল্য কমে গেছে। গতকাল রবিবার ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টর আয়োজিত ‘২০২২-২৩ অর্থবছরের বাজেটে তামাক কর : প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদের সঞ্চালনায় ওয়েবিনারে আলোচক হিসেবে বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ; ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক রুমানা হক, অধ্যাপক ডা. গোলাম মহিউদ্দিন ফারুক, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি শারমিন রিনভী এবং ঢাকা আহ্ছানিয়া মিশনের স্বাস্থ্য সেক্টরের উপপরিচালক মো. মোখলেছুর রহমান।