
বর্তমান রিজার্ভে সাড়ে ৫ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব!
বার্তা২৪
প্রকাশিত: ১৩ জুন ২০২২, ১১:১৬
আন্তর্জাতিক বাজারে তেলসহ সবকিছুর দামই ঊর্ধ্বমুখী। এর সঙ্গে বেড়েছে জাহাজের ভাড়াও। এতে করে বেড়েছে আমদানি ব্যয়। যার চাপ গিয়ে পড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর। যে পরিমাণ পণ্য আমদানি করা হয়, সে পরিমাণ বাড়েনি রফতানি। আবার প্রবাসী আয়ও কমে গেছে। ফলে প্রতি মাসে ঘাটতি তৈরি হচ্ছে। এ কারণে রিজার্ভ থেকে ডলার বিক্রি করে জোগান দিতে হচ্ছে আমদানির খরচ। এখন দেশে যে পরিমাণ রিজার্ভ রয়েছে, তা দিয়ে সাড়ে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির বলেছেন, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও কমফোর্ট জোনে রয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৮ জুন পর্যন্ত রিজার্ভ ৪১ দশমিক ৭ বিলিয়ন ডলার। যা দিয়ে প্রায় ৫ দশমিক ৬ মাসের আমদানি বিল মেটানো সম্ভব।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে
১ বছর, ১ মাস আগে