কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কেমন আছেন ফারুক? দেশে ফিরবেন কবে?

ঢাকা টাইমস প্রকাশিত: ১৩ জুন ২০২২, ০৯:১৩

এক বছরের বেশি সময় ধরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আছেন অভিনেতা, সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুক। সেখানে তিনি লড়াই করছেন মরণব্যাধী ক্যান্সারের সঙ্গে। সহকর্মী এবং ছেলে-মেয়ে ছেড়ে বহুদিন ধরে পড়ে আছেন দেশ থেকে হাজার হাজার মাইল দূরে হাসপাতালের বিছানায়। কেমন আছেন বাংলা চলচ্চিত্রের মিয়া ভাই? দেশে ফিরবেনই বা কবে?


এসব বিষয়ে জানতে যোগাযোগ করা হয় ফারুকের স্ত্রী ফারহানা পাঠানের সঙ্গে। যিনি গত এক বছরের বেশি সময় ধরে অসুস্থ অভিনেতার একমাত্র ছায়াসঙ্গী। তিনি হোয়াসঅ্যাপ কথোপকথনে ঢাকাটাইমসকে জানান, ফারুকের শারীরিক অবস্থার ক্রমেই উন্নতি হচ্ছে। অভিনেতা দুই মাসের বেশি সময় ধরে ভালোভাবে হাটাচলা করছেন, স্বাভাবিক খাবার খাচ্ছেন। অবসরে বই পড়েন। টিভি চালিয়ে দেশের খবর দেখেন।


কিন্তু কবে দেশে ফিরবেন কালজয়ী সিনেমা ‘সারেং বউ’য়ের নায়ক ফারুক। এ প্রশ্নের জবাবে তার স্ত্রী ফারহানা পাঠান বলেন, ‘আপনাদের মিয়া ভাই কবে দেশে ফিরবেন, সেটা এখনো ঠিক হয়নি। কারণ তিনি আগের চেয়ে সুস্থ হলেও তার কিছু শারীরিক জটিলতা এখনো রয়েছে। সর্বক্ষণ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চলতে হচ্ছে। তাই তিনি পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত দেশে ফেরার পরিকল্পনা নেই।’


গত বছরের ৮ মার্চ থেকে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ফারুক। পেরিয়ে গেছে এক বছর তিন মাস। এই দীর্ঘ সময়ে ফারুকের চিকিৎসা বাবদ অনেক টাকা ব্যয় হয়েছে। এ বিষয়ে কিছুদিন আগে ফারুকের ছেলে রওশন পাঠান শরৎ ঢাকাটাইমসকে বলেছিলেন, ‘আব্বুর চিকিৎসার জন্য আমাদের বারিধারার দুটি ফ্ল্যাট গত জানুয়ারিতে বিক্রি করতে হয়েছে। আব্বুর ব্যাংক অ্যাকাউন্টও শূন্য। ধার-দেনাও করতে হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও