চীনে রেস্তোরাঁয় নারীর ওপর হামলার ঘটনায় ক্ষোভ, গ্রেপ্তার ৯

বিডি নিউজ ২৪ চীন প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৯:৫৩

চীনে একটি রেস্তোরাঁয় এক নারীর উপর একদল পুরুষের হামলার ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নয় জনকে গ্রেপ্তার করেছে।


বিবিসি জানায়, হুবেই প্রদেশের তাংশান শহরে ঘটা ওই ঘটনা চীনে নারীদের উপর সহিংসতার মাত্রা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।


চীনের সামাজিক যোগাযোগ মাধ্যম উইবো তে ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা যায়, রেস্তোরাঁয় এক ব্যক্তি পেছন থেকে এসে একটি চেয়ারে বসে থাকা এক নারীর পিঠে আপত্তিকরভাবে হাত দেয়। ওই নারী ওই ব্যক্তিকে ঠেলে সরিয়ে দেন।


তারপরই প্রথমে ওই ব্যক্তি নারীকে আঘাত করেন। দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয়। ওই ব্যক্তির সঙ্গে থাকা অন্যরাও ওই নারীর উপর ঝাঁপিয়ে পড়ে মারধর করতে শুরু করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও