![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-06%252F6baa1030-f6c3-466b-9783-8a8046343970%252FZayed_Khan_Actor_Binodon_Online_.png%3Frect%3D0%252C0%252C3029%252C1704%26auto%3Dformat%252Ccompress%26fmt%3Dwebp%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D900)
সেদিন সানী ভাই মদ্যপ অবস্থায় ছিলেন, সেখানে আমাদের কথা–কাটাকাটি হয়
প্রথম আলো
প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৯:১৭
সম্প্রতি খল অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে ওমর সানী ও জায়েদ খানের উপস্থিতি ঘিরে অপ্রীতিকর ঘটনার অভিযোগ শোনা যাচ্ছে। সেই ঘটনা এখন দেশের সিনেমা অঙ্গনে আলোচিত ইস্যু। বিয়ের অনুষ্ঠানে কী ঘটেছিল, সেটা নিয়ে প্রথম আলোর মুখোমুখি হলেন জায়েদ খান,
অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের দিন কি ওমর সানীর সঙ্গে আপনার দেখা হয়েছিল?
দেখা হবে না কেন?
অবশ্যই দেখা হয়েছিল। প্রায় ৫–৭ মিনিটের মতো আমরা একসঙ্গেই ছিলাম। যে সময়টুকু ছিলাম তার শুরু থেকেই বুঝতে পারছিলাম সেদিন সানী ভাই মদ্যপ অবস্থায় ছিলেন। ডিপজল ভাই তাঁকে অনুষ্ঠানে খেতে রিকোয়েস্ট করছেন, তিনি খাবেন না। সেখানে আমাদের কিছুটা কথা–কাটাকাটি হয়।
- ট্যাগ:
- বিনোদন
- সাক্ষাত্কার
- ঢালিউড তারকা
- জায়েদ খান