আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবিতে যুক্তরাষ্ট্রে হাজারো মানুষের বিক্ষোভ
আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে কঠোর আইনের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। দুটি নির্বিচার গুলির ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রজুড়ে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ‘আমাদের জীবনের জন্য পদযাত্রা (এমএফওএল)’ নামের একটি সংগঠনের ব্যানারে এই বিক্ষোভের আয়োজন করা হয়। খবর বিবিসির।
দেশজুড়ে কয়েক শ পদযাত্রায় অংশ নেওয়া বিক্ষোভকারীদের হাতে ‘গুলি থেকে বাঁচতে চাই’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
প্রেসিডেন্ট জো বাইডেন এই বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন। আগ্নেয়াস্ত্র নিরাপত্তা আইন পাসে কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। তবে এই আহ্বান সত্ত্বেও অস্ত্র আইনে কোনো ধরনের পরিবর্তন রিপাবলিকানরা আটকে দিতে পারে বলেই মনে করা হচ্ছে।