জলবায়ু পরিবর্তন যুদ্ধের চেয়েও বড় হুমকি: ফিজি

সমকাল ফিজি প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৮:১৪

যুদ্ধের চেয়ে বরং জলবায়ু পরিবর্তনকেই বড় হুমকি বলে মনে করে ফিজি।


সিঙ্গাপুরে আয়োজিত শাংরি-লা সংলাপে ফিজির প্রতিরক্ষামন্ত্রী ইনিয়া সেরুইরাতু জলবায়ু পরিবর্তন নিয়ে নিজেদের উদ্বেগের কথা এভাবেই তুলে ধরেন।


তিনি বলেন, প্রশান্ত মহাসাগর অঞ্চলে সামরিক উত্তেজনার চেয়ে জলবায়ু পরিবর্তন বড় ধরনের হুমকি। খবর বিবিসির।


এশিয়ান নিরাপত্তা সম্মেলনে সেরুইরাতু বলেন, ‘মেশিন গান, ফাইটার জেট… আমাদের প্রাথমিক নিরাপত্তা উদ্বেগের কারণ নয়। এককভাবে আমাদের অস্তিত্বের জন্য বড় হুমকি হচ্ছে জলবায়ু পরিবর্তন। 


এ সম্মেলনের অন্যতম আলোচনার বিষয় চীন-যুক্তরাষ্ট্র উত্তেজনা ও ইউক্রেন যুদ্ধ। এর মধ্যে ফিজির প্রতিরক্ষামন্ত্রী জলবায়ু পরিবর্তনের কারণে দেশটি বারবার সাইক্লোনের কবলে পড়ছে সে বিষয়টি তুলে ধরেন।


ফিজি ও প্রশান্ত মহাসাগরের অন্য দেশগুলোতে বারবার আঘাত হানছে সাইক্লোন। এ বিষয়ে সেরুইরাতু বলেন, এটি আমাদের সমৃদ্ধির আশা ও স্বপ্নের জন্য হুমকিস্বরূপ। মনুষ্য সৃষ্ট বিধ্বংসী জলবায়ু পরিবর্তন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও