কঠোরতার ফল পাচ্ছে তিতাস, কমছে অবৈধ লাইন

বাংলা ট্রিবিউন তিতাস গ্যাস ভবন প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৭:৫৯

কঠোরতায় সফলতা পেয়েছে তিতাস গ্যাস বিতরণ কোম্পানি। সোনারগাঁও ও কামরাঙ্গীরচরের গ্রাহকরা এখন আইন মানতে শুরু করেছেন। পরিশোধ হচ্ছে বকেয় বিল। কমছে অবৈধ লাইন। দুই এলাকার তিতাসের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে এমনটা জানা গেছে।


তারা বলছেন, সব এলাকায় অভিযান চালানো গেলে গ্যাসের অবৈধ সংযোগ শূন্যের কোঠায় নামিয়ে আনা সম্ভব। বৈধ গ্রাহকরাও তখন বিল দিতে উৎসাহ পাবেন।



প্রসঙ্গত, জ্বালানি বিভাগ সম্প্রতি অবৈধ সংযোগের বিষয়ে অনেক কঠোর হয়েছে। জ্বালানি বিভাগের তরফ থেকে নিয়মিত বিষয়টি মনিটরিংও হচ্ছে।


অবৈধ সংযোগের কারণে সরকারের রাজস্ব কমার সঙ্গে সঙ্গে উচ্চদরের এলএনজি আমদানির ফলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রারও প্রয়োজন হয়। দুই দিক দিয়েই গুনতে হয় লোকসান।


আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ বন্ধ করার পর গ্যাসের অবৈধ ব্যবহার বাড়তে শুরু করে। দেখা যায় কোনও বাড়িতে আগে একটি বা দুটি চুলার অনুমোদন ছিল। বাড়িটা বড় করার পর আরও সংযোগের চাহিদা তৈরি হয়। কিন্তু তিতাস নতুন করে সংযোগ না দেওয়ায় যে যেভাবে পেরেছে সংযোগ নেয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও