কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

Curry leaves benefits: চুলে পাক ধরছে? কারিপাতা ব্যবহার করে দেখবেন না কি?

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৫:৪৫

চুল পড়ে যাচ্ছে? খুশকির সমস্যায় ভুগছেন? পাকা চুল? রুক্ষ চুল নিয়ে জেরবার? চুল নিয়ে কোনও না কোনও সমস্যায় তো আপনিও ভুগছেন। এক দিকে ধুলো-ময়লা, জলে আয়রনের আধিক্য, অন্য দিকে জেল, স্ট্রেটনার, নানা প্রকার রাসায়নিকের কারিগরিতে চুলের বেহাল দশা।


জানেন কি কারিপাতা দূরে করে দিতে পারে চুলের সব সমস্যা? ভাবছেন, কী ভাবে?চুলের যত্নের জন্য কেন এতটা উপকারী কারিপাতা?কারিপাতার মধ্যে থাকা প্রোটিন ও বিটা-ক্যারোটিন চুল পড়া রুখতে সাহায্য করে। এই পাতা অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর, যা তালুর আর্দ্রতা বজায় রাখে, খুশকির সমস্যা দূর করতে সাহায্য করে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে