নাদালের বিরুদ্ধে ডোপিংয়ের অভিযোগ
সমকাল
প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৫:৪৩
ক’দিন আগে রোলা গাঁরোয় রেকর্ড ২২তম গ্র্যান্ডস্লাম জেতেন রাফায়েল নাদাল। ওই প্রাপ্তির পরই তাকে নিয়ে সমালোচনা। মূলত পায়ের বিরল রোগ ‘মুলার ওয়েসিস সিনড্রোমে’ ভুগছেন রাফা। তার বাঁ-পায়ের পাতা ও পেছনের অংশে এই রোগ ছড়িয়েছে। যেটা অন্য পায়েও ছড়িয়ে যেতে পারে। যে কারণে ক্যারিয়ার আর বেশি লম্বা করতে না পারারও শঙ্কা থাকছে।
ওই রোগের কারণে ফ্রান্স ওপেনের ফাইনালে কোর্টে নামার আগে তাকে ব্যথানাশক এক ধরনের ইনজেকশন দিতে হয়েছিল, যা নিয়ে এখন প্রশ্ন তুলেছেন ফ্রান্সের জনপ্রিয় দুই সাইক্লিস্ট থিবো পিনোট ও গুইলমো মার্টিন। তাদের উদ্ধৃতির বরাত দিয়ে সম্প্রতি ফ্রান্সের একাধিক গণমাধ্যম বিষয়টি নিয়ে প্রতিবেদন ছাপিয়েছে।