কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

মহানবী (স.)-কে নিয়ে কটূক্তি: প্রতিবাদকারীদের ওপর বুলডোজার নিয়ে চড়াও যোগী প্রশাসন

www.tbsnews.net উত্তর প্রদেশ প্রকাশিত: ১২ জুন ২০২২, ১৪:৫৯

মহানবী হজরত মোহাম্মদ (স.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ করায় বিক্ষোভকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশাসন। এ পর্যন্ত ২৫৫ জন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করার পাশাপাশি বুলডোজার চালিয়ে তাদের সম্পদ ধ্বংস করা হচ্ছে বলেও খবর পাওয়া গেছে। একাধিক ভারতীয় সংবাদমাধ্যম নিশ্চিত করেছে এ তথ্য।


মহানবী (স.) নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে শুক্রবার (১০ জুন) রাজধানী দিল্লিসহ ভারতের বিভিন্ন জায়গায় বিক্ষোভে নামেন সে দেশের মুসলিম সম্প্রদায়। এরইমধ্যে উত্তর প্রদেশের প্রয়াগরাজ (পূর্বতন এলাহাবাদ) শহরে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় বিক্ষোভকারীদের। এর আগে কানপুরেও গোষ্ঠী সংঘর্ষ দানা বাধে। শনিবার উত্তরপ্রদেশের সাহারানপুর ও কানপুরে বিক্ষোভ ছড়ানোর অভিযোগে মূল অভিযুক্তদের সম্পত্তি ধ্বংস করার কাজ শুরু করেছে যোগী প্রশাসন। 


সাহারনপুর পুলিশের শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, পুলিশের উপস্থিতিতে পুরকর্মীরা বুলডোজার নিয়ে বেরিয়ে পড়েছেন। বিক্ষোভের মাধ্যমে সমাজে অশান্তি সৃষ্টির অভিযোগে দুই অভিযুক্তের বাড়ি বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে। এছাড়া, কানপুরে শনিবারের সহিংসতার ঘটনায় মূল অভিযুক্ত জাফর হায়াত হাশমির ঘনিষ্ঠ আত্মীয়ের বাড়ি ভেঙে দিয়েছে কানপুর ডেভলপমেন্ট অথরিটি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও