নোয়াখালীতে এক হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বার ইউনিয়নে অভিযান চালিয়ে অবৈধভাবে মুজদকৃত এক হাজার ২২৫ লিটার সয়াবিন তেল জব্দ করেছে পুলিশ। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার ভোরে চরজব্বার ইউনিয়নের আবুল মেম্বার সমাজ মসজিদের পাশ্ববর্তী বেলালের বাড়ির একটি গরু রাখার পরিত্যক্ত ঘর থেকে তেলগুলো জব্দ করা হয়।
পুলিশ জানায়, একটি পরিত্যক্ত গরু ঘরের মধ্যে কোন অসাধু ব্যবসীয় বেশি মূল্যে বিক্রির জন্য সয়াবিন তেল মজুদ করে রেখেছেন। এমন সংবাদের ভিত্তিতে এসআই রিয়াজ হাসানের নেতৃত্বে রবিবার ভোরে চরজব্বার থানা পুলিশের একটি দল বেলালের বাড়িতে অভিযান চালিয়ে ফ্রেশ ব্যান্ডের পাঁচ লিটারের ৬২ কাটুন সয়াবিন তেল জব্দ করা হয়। প্রতি কাটুনে পাঁচ লিটারের চারটি করে বোতল রয়েছে। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।