You have reached your daily news limit

Please log in to continue


পপসম্রাজ্ঞী ব্রিটনির বিয়েতে সাবেক স্বামীর হানা

১৬ বছর পেরিয়েছে পপসম্রাজ্ঞী ব্রিটনি স্পিয়ার্সের দ্বিতীয় বিয়ে ভেঙেছে। এত বছর পর তৃতীয় বিয়ের আসরে বাধে বিপত্তি। ব্রিটনির সাবেক স্বামী জেসন আলেকজান্ডার হানা দিলেন বিয়ের অনুষ্ঠানে। পার্টি ভন্ডুল হওয়ার মুহূর্তে পুলিশ এসে গ্রেফতার করে নিয়ে যায় জেসনকে। বিট্রিশ গণমাধ্যম ভ্যারাইটির প্রতিবেদন অনুযায়ী, লস অ্যাঞ্জেলেসে ঘনিষ্ঠ বন্ধুমহলের একটি বিলাসবহুল স্থান ভাড়া নিয়েছিলেন ব্রিটনি। ছিমছাম বিয়ের অনুষ্ঠান হলো বৃহস্পতিবার। ৪০ বছর বয়সী ব্রিটনি এবার বিয়ে করলেন ব্যক্তিগত প্রশিক্ষক তথা অভিনেতা স্যাম আসঘারিকে। তবে বিয়ের আসরে হঠাৎই শোরগোল পড়েছিল জেসনকে দেখে।

এই জেসনের সঙ্গেই ২০০৪ সালে মাত্র ৫৫ ঘণ্টার জন্য বিয়ে হয়েছিল ব্রিটনির। কিন্তু স্যাম-ব্রিটনির বিয়েতে তো নিমন্ত্রণ করা হয়নি তাকে। এলেন কীভাবে–এমন প্রশ্নে শোরগোল পড়ে যায়।  যদিও জেসনের দাবি, নিমন্ত্রণ পেয়েই এসেছেন। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, বিয়ের আসরে এসে দরাজ গলায় জেসন বলছেন, ব্রিটনি কোথায়? তার কিছুক্ষণের মধ্যেই পুলিশ ডেকে তাকে বিয়ের আসর থেকে সরিয়ে দেয়া হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তার পর। ২০২১ সালের সেপ্টেম্বরে বিয়ের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন স্যাম-ব্রিটনি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন