নড়বড়ে ঐক্যফ্রন্টে স্বস্তি ফেরাতে মরিয়া বিএনপি
নির্বাচন কেন্দ্রিক জোট জাতীয় ঐক্যফ্রন্টের অবস্থা এখন বিএনপির মতোই নড়বড়ে। এমন প্রেক্ষাপটে জাতীয় ঐক্যফ্রন্টে স্বস্তি ফেরাতে জোর চেষ্টা চালাচ্ছে বিএনপি। তবে ফ্রন্টের নেতারা বলছেন, জোটের স্বস্তি ফেরানো সহজ হবে না।
যদি না আগে তারা(বিএনপি) নিজেরা শুধরায়। জোটের ভেতরে সৃষ্ট অস্বস্তির রেশ ধরে সম্প্রতি জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব একটি বিশেষ বৈঠক ডাকলেও নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার অসম্মতিতে সেটি বাতিল হয়ে যায়। বিষয়টি নিয়ে ঐক্যফ্রন্টের নেতারা বলছেন, আগে বিএনপিকে ঠিক হতে হবে। জোটের ভেতর সৃষ্ট অস্বস্তি কাটাতে বিএনপির উদ্যোগ কতখানি ফলপ্রসূ হবে, তা নির্ভর করছে দলটির কাছ থেকে কিছু জিজ্ঞাসার ‘উত্তরপ্রাপ্তি’র ওপর। সম্মিলিত বৈঠকের আগে বিএনপি যদি শরিক দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে সৌজন্য বৈঠকে একত্রিত হতেন তাহলে বিষয়টি ভালো হতো।