You have reached your daily news limit

Please log in to continue


মুরালিধরনের রেকর্ড ছুঁলেন বোল্ট

মুত্তিয়া মুরালিধরনের পাশে এখন ট্রেন্ট বোল্ট! নাহ, চমকে যাওয়ার কারণ নেই। মুরালিধরনের ৮০০ টেস্ট উইকেটের রেকর্ডের ধারেকাছে যাওয়ার সম্ভবনা আপাতত শুধু বোল্ট কেন, নেই কারও। কোনো বোলিং কীর্তির ব্যাপারও এটি নয়। বোল্ট স্পর্শ করলেন মুরালিধরনের একটি ব্যাটিং রেকর্ড!

টেস্টে ১১ নম্বরে ব্যাট করে সবচেয়ে বেশি রানের রেকর্ড এতদিন ছিল মুরালিধরনের একার। সেখানেই আপাতত ভাগ বসালেন বোল্ট।

টেস্ট ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারি মুরালিধরন টেস্ট ক্যারিয়ার শেষ করেছেন ব্যাট হাতে ১১ নম্বরে নেমে ৬২৩ রান করে। ইংল্যান্ডের বিপক্ষে চলতি ট্রেন্ট ব্রিজ টেস্টের দ্বিতীয় দিনে শনিবার ১৬ রানে অপরাজিত থেকে বোল্টের রানও এখন ৬২৩।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন