কম্পিউটার উৎপাদনকারীদের স্টোরেজ পরিবর্তন করতে হবে
বণিক বার্তা
প্রকাশিত: ১২ জুন ২০২২, ১০:১০
আগামী বছর বাজারে উইন্ডোজ ১১ চালিত যেসব কম্পিউটার বাজারজাত করা হবে, সেগুলোর স্টোরেজ সিস্টেমে বাধ্যতামূলকভাবে পরিবর্তন আনতে হবে। সম্প্রতি টমস হার্ডওয়্যারের এক প্রকাশনা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়না।
রেডমন্ডভিত্তিক একটি প্রযুক্তি জায়ান্ট তাদের অরিজিনাল ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারারদের (ওইএম) হার্ডডিস্ক ড্রাইভকে (এইচডিডি) প্রাইমারি স্টোরেজ থেকে বাদ দিয়ে সলিড স্ট্রেট ড্রাইভে (এসএসডি) পরিবর্তনের জন্য চাপ প্রয়োগ করছে।
বর্তমানে বাজারে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের অধিকাংশ ল্যাপটপে হাইব্রিড স্টোরেজ সিস্টেম দেয়া হয়। অর্থাৎ এতে হার্ডডিস্ক ও এসএসডি দুটোই থাকে। প্রথমটি বাল্ক স্টোরেজ হিসেবে ব্যবহূত হয় এবং দ্বিতীয়টি দ্রুত কম্পিউটার চালু, প্রোগ্রাম পরিচালনাসহ তথ্য স্থানান্তরের গতি বাড়াতে সাহায্য করে।